নোটিশ বোর্ড
সকল »
Updates
স্বাগতম চট্টগ্রাম জেলা পরিষদে
প্রাচ্যের রানী চট্টগ্রাম। চট্টগ্রাম বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ জেলা ও প্রধান সমুদ্র বন্দর। ভৌগলিক বৈশিষ্ট্য এ জেলাকে দেশের এক অনবদ্য স্থানে পরিণত করেছে। পাহাড়, সমুদ্র, উপত্যকা, অরণ্য প্রভৃতি নৈসর্গিক বৈশিষ্ট্য নিয়ে এ জেলা পরিণত হয়েছে প্রকৃতির অপরূপ লীলা নিকেতনে। স্মরণাতীত কাল থেকে এর অসম ভৌগলিক অবস্থান ও পরিবেশ বর্হিবিশ্বের মানুষকে এখানে বসতি স্থাপনে আকৃষ্ট করেছে। এ জেলার ৫২৮৩ বর্গকিলোমিটার আয়তনের মধ্যে নদী এলাকা ৫৬১.৯৮ বর্গকি:মি এবং বনাঞ্চল ১২৪৩.১৪ বর্গকিলোমিটার।